মোঃ জিয়াদ হোসেন রাব্বী : বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম লক্ষ্মীপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি বিপুল উৎসাহ উদ্দীপনার মাধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিএনসিসি এর রানিং ক্যাডেট ও এক্স ক্যাডেটদের নিয়ে লক্ষ্মীপুর জেলা পরিষদ, একটি বিদ্যালয়ে এবং রামগতি সড়ক সহ জেলার কয়েকটি স্থানে আলাদা ভাবে পরিবেশের ভারসাম্য রক্ষা, জনসচেতনতা সৃষ্টির জন্য বৃক্ষরোপণ করা হয়।
এক্স ক্যাডেট নেতা ও সিনিয়র সাংবাদিক এ,এস,এম,রেজাউল করিম পারভেজ এবং লক্ষ্মীপুর সরকারি কলেজের এক্স সি ইউ ও মোঃ জিয়াদ হোসেন রাব্বী এর তত্ত্বাবধানে অনুষ্ঠানটি সুন্দর ভাবে গতি লাভ করে।
সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। এছাড়াও অনুষ্ঠানটি সুন্দর ভাবে পরিচালনায় আরো অবদান রাখেন এক্স সার্জেন্ট মোঃ বিপ্লব হোসেন, বর্তমান সি ইউ ও রিয়াজুল ইসলাম অনিক, এক্স ক্যাডেট আব্দুর রহমান, তারেক আজিজ জনি,কাউছার, লামিয়া, তন্নি, ইতি আক্তার। এছাড়াও দুঃসাহসী এবং একটিভ ক্যাডেট ও এক্স ক্যাডেট অনুষ্ঠানটিতে অংশ গ্রহণ করেন।
বৃক্ষরোপণ শেষে ক্যাডেট ও এক্স ক্যাডেটদের উদ্দেশ্যে সমাপনী বক্তব্য রাখেন এক্স ক্যাডেট নেতা এবং সিনিয়র সাংবাদিক এ,এস,এম,রেজাউল করিম পারভেজ, এক্স সি ইউ ও মোঃ জিয়াদ হোসেন রাব্বী,বর্তমান সি ইউ ও রিয়াজুল ইসলাম অনিক।
বক্তারা সমরে, শান্তিতে, দুর্যোগে ও পরিবেশ রক্ষায় সবাই একযোগে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন এবং ন্যায় সঙ্গত ভাবে যেকোনো কঠিন পরিস্থিতি মোকাবেলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
Leave a Reply