অপরাজেয় কন্ঠ ডেস্ক: সিলেটের ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজ প্লাটুন প্রাঙ্গণে (বিওয়াইসিএফ) শুক্রবার (২৮ জুন ২০২৪ ইং) বৃক্ষরোপের মধ্যেদিয়ে সারা বাংলাদেশে বৃক্ষর্পণ শুরু হয়। বৃক্ষ রোপন করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহ্ মজিবুল হক, সাধারণ সম্পাদক মোঃ সারওয়ার আলম মিতুন,সহ সভাপতি ও সিটি করপোরেশনের ৪নং ওয়াডের কাউন্সিলর শেখ তোফায়েল আহমদ সেপুল, সিলেট জেলার সভাপতি এবিএম এনায়েত, সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, সহ সভাপতি ফারুক হাসান সুজন, মোঃ আনিসুর রহমান সরকার এহিয়া, যুগ্ম সম্পাদক মিলাদ হোসেন, মোঃ আতিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, অর্থ সম্পাদক রুপিয়া বেগম, মোহিত খান,মস্তোফা জামাল, এলায়েত আলী, ফাহিম আলম, হাবিব আহমদ, আরিফ উদ্দিন, ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজের ক্যাডেট, ফাহিম হোসেন সার্জেন্ট, হেদায়াতুর রহমান সিপিএল, জুমায়ের আহমদ ক্যাডেট, মুরাদ মিয়া ক্যাডেট, রুবাইদুল ইসলাম ক্যাডেট, সিপার ইসলাম ক্যাডেট, শরীফ আহমেদ ক্যাডেট, ইয়াকুব হোসেন ক্যাডেট , রিয়াজ চক্রবর্তী ক্যাডেট ও রাহাত হাসান রাব্বি ক্যাডেট সহ আরো অনেকেই।
বৃক্ষরোপনের মধ্য দিয়ে প্রকৃতিতে সবুজের সমরহ বৃদ্ধি করা। এবং পরিবেশের ভারসাম্য সঠিক পর্যায়ে নিয়ে আসার উদ্দেশ্যে বহু আগে থেকেই (বিওয়াইসিএফ) বৃক্ষরোপনের উপর জোর দিয়ে আসছে। এছাড়াও এই সংগঠন বিভিন্ন রূপ জনহিতকর কর্মকাণ্ড করার ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে অসাধারণ পদক্ষেপ রেখে আসছে বলে সাধারণ মানুষ মনে করেন।
Leave a Reply