অপরাজেয় কন্ঠ ডেস্ক : বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর নব-নির্বাচিত সহ-সভাপতি জনাব ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপিকে লক্ষ্মীপুর জেলায় সংবর্ধনা দেওয়া হয়।
শনিবার বিকেল থেকে লক্ষ্মীপুর সদর উপজেলা পৌর শহরের টাউন হল মিলনায়তনে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে এই সংবর্ধনার কার্যক্রম শুরু হয়।এই সংবর্ধনার সক্রিয় আয়োজন করে জেলা ফুটবল অ্যাসোসিয়েশন ও সম্মিলিত ক্রীড়া সংগঠক।এতে লক্ষ্মীপুরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষও অংশগ্রহণ করে।
ক্রীড়া ব্যক্তিত্ব ও লক্ষ্মীপুর জেলার ব্যক্তিত্ববান মানুষদের হৃদয়ে স্থান করে নেয়া সম্মানিত শিক্ষক, জনাব আবুল মোবারক ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জনাব রাজিব কুমার সরকার।
বিশেষ অতিথি ছিলেন- জেলা বিএনপির সদস্য সচিব ও জননন্দিত নেতা জনাব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, ও জেএসডি কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক সৈয়দ বেলায়েত হোসেন বেলাল।আরো উপস্থিত ছিলেন জনপ্রিয় নেতা রেজাউল করিম লিটন সহ বিভিন্ন শ্রেণীর নেতাও কর্মী।
এ সময় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর নব-নির্বাচিত সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপিকে তার নিজ জেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ নেয়।
ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি তার যুগান্তকারী বক্তব্যে ফুটবলকে এগিয়ে নেয়ার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরেন। এ ছাড়াও জেলা-উপজেলায় প্রশিক্ষিত কোচ নিয়োগ দিয়ে ফুটবলের হারানো গৌরব ফিরিয়ে আনার বিষয়ে সকলকে নিয়ে আন্তরিক ভাবে কাজ করবেন বলে আশা ব্যক্ত করেন।
Leave a Reply