অপরাজেয় কন্ঠ ডেস্ক : আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস- ২০২৫ উপলক্ষে লক্ষ্মীপুরে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়।
আজ রবিবার ২৮ শে সেপ্টেম্বর বিকেল ৩টায় সচেতন নাগরিক কমিটি (সনাক)লক্ষীপুরের উদ্যোগে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত ও ভাব গাম্ভীর্যের সাথে অনুষ্ঠিত হয়।
এই অনুষ্ঠানের মূল দৃষ্টিপটে ছিল পরিবেশ রক্ষায় ডিজিটাল যুগে তথ্যের অধিকার নিশ্চিতকরণ।
এতে বক্তারা সরকারি বেসরকারি প্রায় সকল অফিস আদালত এবং প্রতিষ্ঠানের তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার জন্য জোর দাবি ও প্রয়োজনের পদক্ষেপ আরো বাড়ানোর দাবী এবং চেষ্টা প্রকাশ করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এবং চমৎকার ও শিক্ষনীয় বক্তব্য দেন লক্ষ্মীপুর জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, জনাব রাজীব কুমার সরকার।এ ছাড়াও উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন উপ পরিচালক স্থানীয় সরকার জনাব মোঃ জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব সম্রাট খীসা, এডিসনাল এসপি জনাব রেজাউল হক, ইউএনও জনাব জামসেদ আলম রানা, সনাক সভাপতি জনাব প্রফেসর রফিকুল আহসান, সাবেক সভাপতি জনাব জেড, এম ফারুকী, সনাকের সহ সভাপতি হুমায়ুন কবির।অনুষ্ঠানটির প্রাণবন্ত সঞ্চালনার দায়িত্বে ছিলেন এরিয়া কর্ডিনেটর মোঃ আবদুর রব খান,উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক এ,এস,এম,রেজাউল করিম (পারভেজ)মোঃ সাইফুল ইসলাম মুরাদ, সাংবাদিক রিমন প্রমুখ এছাড়াও সনাক, ইয়েস, এসিজি সদস্য এবং সরকারি বেসরকারি বিভিন্ন অফিসের কর্মকর্তা বৃন্দ।বিভিন্ন বিষয়ে গভীর আলোচনা,পর্যালোচনার পর আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষনা করা হয়।
Leave a Reply