অপরাজেয় কন্ঠ ডেস্ক : দেশের তথ্যপ্রযুক্তি ও সফটওয়্যার খাতের শীর্ষ বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর কার্যক্রম গতিশীল করতে ১০ সদস্য বিশিষ্ট সহায়ক কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিতে স্থান পেয়েছেন সিনার্জী ইন্টারফেস লিমিটেড এর কর্ণধার ও লক্ষ্মীপুর জেলার কৃতী সন্তান, বেলাল আহমেদ।
সোমবার বেসিসের প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়েছে।
বাণিজ্য সংগঠন আইন ২০২২-এর ১৮ ধারার ২(ক) উপধারা অনুযায়ী গঠিত এ কমিটি প্রশাসককে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে এবং সংগঠনের অচলাবস্থা দূর করতে ভূমিকা রাখবে।
বেলাল আহমেদের তথ্য মতে জানা যায় , “বেসিস দীর্ঘদিন ধরে নানা জটিলতার মধ্য দিয়ে যাচ্ছিল। এখন এই কমিটির লক্ষ্য সংগঠনকে পুনরুজ্জীবিত করা, সদস্য সেবা সহজ করা। এবং যত দ্রুত সম্ভব সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করা।তিনি লক্ষ্মীপুরসহ সারা দেশের তরুণ আইটি উদ্যোক্তাদের জন্য কাজ করতে চান।”
প্রযুক্তি ও উদ্ভাবনের অগ্রগতিতে বেসিসের ভূমিকা গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি আরও বলেন, “আমাদের সম্মিলিত প্রচেষ্টা দেশের আইসিটি খাতকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।”যা দেশের জন্য সৌভাগ্য বয়ে নিয়ে আসবে।
Leave a Reply