অপরাজেয় কন্ঠ ডেস্ক : “জাতীয় নাগরিক পার্টি “লক্ষ্মীপুর জেলার উদ্যোগে রায়পুর উপজেলার ৩ নং চরমোহনা ইউনিয়নে ব্যাপক উৎসাহ উদ্দীপনের মধ্য দিয়ে ‘উঠানে রাজনীতি’ প্রোগ্রামের আয়োজন করা হয়েছে।
উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপির কেন্দ্রীয় সংগঠক আরমান হোসাইন। উক্ত আয়োজনে সভাপতিত্ব করেন এনসিপির উত্তরা পশ্চিম থানার যুগ্ম সমন্বয়কারী নাজমুল হাসান।
‘উঠানে রাজনীতি’র আয়োজনে লক্ষ্মীপুর জেলা এনসিপির প্রতিনিধিরা স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন।এবং লক্ষ্মীপুর জেলার অবকাঠামোগত সমস্যা, জেলার মানুষদের রাজনৈতিক বঞ্চনা, তাদের রাজনৈতিক অধিকার এবং এনসিপি কিভাবে লক্ষ্মীপুর জেলার মানুষদের নাগরিক অধিকার নিশ্চিতে কাজ করবে সে বিষয়ে আলোচনা করেন।
এই অনুষ্ঠানটি লক্ষীপুর জেলার মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলে বলে স্থানীয় ভাবে জানা যায়।তার পাশাপাশি লক্ষ্মীপুরের সাধারণ মানুষ লক্ষ্মীপুর জেলা জাতীয় নাগরিক পার্টির জেলা পূর্ণাঙ্গ কমিটি আশা করেন। যার ফলে লক্ষ্মীপুর রাজনীতিতে এনসিপির একটি মাইলফলক সৃষ্টি হবে, সংগঠন শক্তিশালী হবে। এরই সাথে লক্ষ্মীপুরের মানুষের প্রাণের দাবি গুলো আদায়ের পথ প্রশস্থ হবে বলে সচেতনমহল বিশ্বাস করেন।

Leave a Reply