অপরাজেয় কণ্ঠ ডেস্ক : সচেতন নাগরিক কমিটি (সনাক), লক্ষ্মীপুরের উদ্যোগে দালাল বাজার ফাতেমা বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
৬ ডিসেম্বর, শনিবার লক্ষ্মীপুরে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের সক্রিয় স্টেকহোল্ডার সনাক, ইয়েস ও এসিজি সদস্যগণ দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন গুলো ও এর নীতি নির্ধারকরা এই অনুষ্ঠানে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উপস্থিত ছিলেন।
দুর্নীতি প্রতিরোধে উপস্থিত সবাই আরো সক্রিয়ভাবে অংশগ্রহণ করে সেবা প্রতিষ্ঠানগুলোর সেবার মান বৃদ্ধির মাধ্যমে, দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
দুর্নীতির বিরুদ্ধে দৃঢ়ভাবে একসাথে… এই স্লোগানে লক্ষ্মীপুর সনাকের সভাপতি প্রফেসর মোঃ রফিকুল আহসান এর সভাপতিত্বে ও সনাক সদস্য শাহানা আক্তার এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় শুরুতেই সনাক, ইয়েস ও এসিজি সদস্যগণ মহান জাতীয় সঙ্গীত পরিবেশন করেন।
সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন সনাক’র সভাপতি শ্রদ্ধেয় প্রফেসর মোঃ রফিকুল আহসান। অনুষ্ঠানে অভিজ্ঞতা বিনিময় সভার লক্ষ্য ও উদ্দেশ্য শেয়ার করেন টিআইবি চট্টগ্রাম ক্লাস্টারের কোঅর্ডিনেটর মোহাম্মদ জসিম উদ্দিন এবং সনাক লক্ষ্মীপুরের বার্ষিক কার্যক্রম উপস্থাপন করেন এরিয়া কোর্ডিনেটর মুহাম্মদ আব্দুর রব খাঁন।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শ্রদ্ধেয় প্রফেসর মোবাশ্বের আহমেদ, শ্রদ্ধেয় শিক্ষক আবুল মোবারক, বিশিষ্ট ব্যক্তিত্ব ও ডাক্তার নাহিদ রায়হান,প্রতিবন্ধী অধিকার কর্মী প্রভাষক ও সিনিয়র সাংবাদিক এ,এস,এম রেজাউল করিম (পারভেজ), এছাড়াও সমাজের বিভিন্ন সেক্টরের জ্ঞানীগুণী ও বিচক্ষণ মানুষদের প্রাণবন্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিকে এক বিশেষ অনুষ্ঠানে রূপান্তরিত করে।
সভায় অংশগ্রহণকারী সদস্যগণ ছয়টি গ্রুপে বিভক্ত হয়ে দলীয় আলোচনার মাধ্যমে স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে বিদ্যমান সমস্যা ও চ্যালেঞ্জসমূহ চিহ্নিত করে তা সমাধানে পরামর্শ প্রদান করেন। সনাক সহ-সভাপতি মোঃ হুমায়ুন কবির এর পরিচালনায় উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে নানা বিষয়ে প্রশ্ন তুলে ধরেন সনাক, ইয়েস ও এসিজি সদস্যরা।
সভায় দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন ও পরবর্তী করণীয় বিষয় নিয়ে আলোচনা করেন সনাক সদস্য শ্রদ্ধেয় প্রফেসর জেড. এম. ফারুকী। এছাড়াও তিনি উপস্থিত সদস্যদের দুর্নীতিবিরোধী শপথ বাক্য পাঠ করান। বিকেলে সনাক, ইয়েস ও এসিজি সদস্যদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এবং আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষনা করা হয়।
Leave a Reply