মাহমুদুর রহমান মনজু : প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে মাঠে গিয়ে কৃষকের ধান কেটে দিচ্ছে বাংলাদেশ কৃষক লীগ। শনিবার ৬ই মে লক্ষ্মীপুর জেলা ও কমলনগর উপজেলা কৃষক লীগের উদ্যোগে চর লরেন্স গ্রামের কৃষক হাপিজ মিয়ার তিন একর জমির পাকা বোরো ধান কেটে ধান ঝরিয়ে গোলায় তুলে দিয়েছে কৃষক লীগ।
দেশের কৃষি এবং কৃষকদের স্বার্থ রক্ষার জন্য ১৯৭১ সালের ১৯ এপ্রিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষক লীগ প্রতিষ্ঠা করেছিলেন। শনিবার কৃষক হাপিজ মিয়ার তিন একর জমির পাকা ধান কাটা কর্মসূচি সম্পন্ন শেষে মাঠে দাঁড়িয়ে প্রধান অতিথির বক্তব্যে লক্ষ্মীপুর জেলা কৃষক লীগের সভাপতি সি এম আবদুল্লাহ বলেন, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা কৃষকরত্ম শেখ হাসিনা ক্ষমতায় থাকলে কৃষকের মুখে হাসি থাকে। তিনি ক্ষমতায় থাকলেও কৃষক লীগকে সাথে নিয়ে কৃষকের পাশে থাকেন এবং ক্ষমতায় না থাকলেও কৃষক লীগকে সাথে নিয়ে কৃষকের সেবায় নিয়োজিত থাকেন।
কৃষক হাপিজ মিয়া বলেন, বর্তমানে চরাঞ্চলে ধানকাটার ধুম লেগেছে। তাই শ্রমিকের দাম বেশি। আজকে কৃষক লীগের নেতাকর্মীরা আমার তিন একর জমির ধান কেটে দিয়েছেন। আমার অনেক উপকার হয়েছে। তাই আমি কৃষক লীগের রামগতি কমল নগর সংরক্ষিত আসনের মহিলা এমপি ফরিদুরনাহার লাইলী আপা সহ কৃষক লীগের লক্ষ্মীপুর জেলা কৃষক লীগ ও- রামগতি কমল নগর উপজেলা কৃষক লীগের নেতা কর্মীদেরকে ধন্যবাদ জানাই।
এ সময় উপস্থিত ছিলেন- লক্ষ্মীপুর জেলা কৃষক লীগের সভাপতি সি এম আবদুল্লাহ সাধারণ সম্পাদক মিজানুর রহমান ভূঁইয়া।নিজাম উদ্দিন সভাপতি কমল নগর থানা আওয়ামীলীগ ও চেয়ারম্যান ৭ নং হাজিরহাট ইউনিয়ন,। আব্দুল মাতলুব মতলব সাবেক কৃষি বিষয়ক সম্পাদক লক্ষীপুর জেলা আওয়ামীলীগ,
রিয়াজুর রহমান তাছনীম আহবায়ক সদর থানা কৃষকলীগ,
জহিরুল ইসলাম টিপু যুগ্ন আহবায়ক সদর থানা কৃষকলীগ।
আনোয়ার হোসেন সিয়াম আহবায়ক – কমল নগর থানা কৃষকলীগ, আবুছায়েদ সদস্য সচিব কমল নগর থানা কৃষকলীগ।
মির্জা আশরাফুজ্জামান রাসেল চেয়ারম্যান ৯ নং তোরাবগঞ্জ ইউনিয়ন সহ কমল নগর থানার কৃষক লীগের সকল ইউনিটের নেতাকর্মীরা।
Leave a Reply