1. rkparvez07@gmail.com : rkparvez07 rkparvez07 : rkparvez07 rkparvez07
কালীগঞ্জে অটোরিক্সা ও মাটির লরির সংঘর্ষে নিহত ০১, জননী অটোর ড্রাইভারসহ আহত সহ আহত ০৮ জন - aparajeyokantho.com
January 26, 2025, 8:39 pm
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘aparajeyokantho.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘cnm24.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘aparajeyokantho.com.‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ
শিরোনামঃ
লক্ষ্মীপুর প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন “রোগীদের আস্থা ও সুনাম কুড়াচ্ছে লক্ষ্মীপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্র ;রয়েছে নতুন ভবনের প্রয়োজনীয়তা “ লক্ষ্মীপুরে গরীবের আস্থা,ভরসা ও ভালোবাসার ডাক্তার; অরুপ পাল” “বাফুফে এর সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপিকে লক্ষ্মীপুরে সংবর্ধনা” লক্ষ্মীপুরে প্রায় ১লাখ ১২হাজার কিশোরী পাবে বিনামূল্যে এইচপিভি টিকা কাকলি শিশু অংগনে বিতর্ক প্রতিযোগিতা; জমেছে সেরাদের লড়াই লক্ষ্মীপুরে বন্যার্তদের পুনর্বাসনে সহায়তা প্রদান করলো সেনাবাহিনী  বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার সভাপতি ইস্রাফিল সাধারণ সম্পাদক মোবারক সাংবাদিকদের সাথে লক্ষ্মীপুরের নবাগত জেলা প্রশাসকের অর্থবহ মত বিনিময় মুখে না বললেও স্ত্রী সুখী হতে স্বামীর কাছে যা আশা করেন

কালীগঞ্জে অটোরিক্সা ও মাটির লরির সংঘর্ষে নিহত ০১, জননী অটোর ড্রাইভারসহ আহত সহ আহত ০৮ জন

  • Update Time : Monday, October 3, 2022
  • 617 Time View

মোঃমুক্তাদির হোসেন।

স্টাফ রিপোর্টার।

কালীগঞ্জ উপজেলার মুনসেফপুর পেট্রোল পাম্পের সামনে অদ্য ০৩ সেপ্টেম্বর আনুমানিক সন্ধ্যা ৬.১৫ ঘটিকার সময় কালীগঞ্জ পৌরসভাধীন মুনসেফপুর পেট্রোল পাম্প এর সাসনে ঘোড়াশাল হতে মিরের বাজার যাওয়ার পথে অটো রিক্সা ১ জন শিশু সহ ৮ জন যাত্রী নিয়ে পেট্রোল পাম্পের সামনে পৌছাইলে অপর দিক থেকে আসা মাটির লরি ধাক্কা দেয় এবং পালিয়ে যায়।

এতে অটো রিক্সা( অনটেস্ট) দুমড়ে মুচড়ে যায়।
ড্রাইভার সহ ৯ জনের মধ্যে ১/ সুলতানা বেগম (৩০) স্বামী – কাজল মিয়া, সাং- চরমন্ডল,থানা- নাসিরনগর,বি বাড়ীয়া মারা যায়।

বাকীদের মদ্ধে ড্রাইভার ২/আরিফ(৩০), পিতা- শেখ মোঃ সিরাজ, বাঙ্গালহাওলা,কালীগঞ্জ,গাজীপুর,
যাত্রী ৩/ছনিয়া(২৫), পিতা- জালাল,
৪/পারুল(৪৫) স্বামী- জালাল,
৫/পারভীন(২৩) স্বামী – শাহিন ,
৬/আকলিমা(৪৫) স্বামী- অজ্ঞাত,
৭/সজিদা(৩৯) স্বামী – হেলাল মিয়া,
৮/খায়রুল (৩০), পিতা- শফি মিয়া,এবং
৯/ শিশু রোমান (২), পিতা- শাহিন,
সর্বসাং – চরমন্ডল,
থানা – নাসিরনগর, জেলা – বি বাড়ীয়া গন আহত হয়।

এদের মদ্ধে চালক আরিফ কে ঢাকা রেফার্ড করেছে। অন্যান্য সকলের কালীগঞ্জ উপজেলা সাস্থ্য কেন্দ্রে চিকিৎসা চলছে। ঘটনার বিষয়ে থানা পুলিশ আইনগত ব্যাবস্থা গ্রহন করছেন।

মৃত সুলতানা বেগম (৩০) এর মৃতদেহ গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক মাজহারুল ইসলাম জানান খবর পেয়ে আমি সঙ্গীয় ফোর্স কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাই এবং কর্তব্যরত ডাক্তার নুসশারা বলেন হাসপাতালে আনার পূর্বেই সুলতানা বেগম মারা যায়। ঘাতক গাড়িটির অনুসন্ধান চলছে, আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া চলমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 aparajeyokantho.com
Design & Developed by BD IT HOST