অপরাজেয় কন্ঠ ডেস্ক : বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মিধিলি’ মোকাবিলায় লক্ষ্মীপুরে জরুরি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ নভেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সুরাইয়া জাহান।
জরুরী সভায় জেলা প্রশাসক জানান, ঘূর্ণিঝড় মোকাবেলায় উপকূলীয় বাসিন্দাদের নিরাপত্তা দিতে ১৮৯টি আশ্রয়ণ কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। এছাড়া কাজ করছে রেড ক্রিসেন্টের ৪৫০জন ও সিপিপি ৩২৮০ জন স্বেচ্ছাসেবক। দুর্যোগ মোকাবিলায় ৪৭০ মেট্রিক টন চাল ও নগদ ২২ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা মজুত রাখা হয়েছে। উপকূলের বাসিন্দাদের স্বাস্থ্য সুরক্ষা দিতে গঠন করা হয়েছে ৬৪টি মেডিকেল টিম। এছাড়াও দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বাড়ানোসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সব উপজেলা নির্বাহী কর্মকর্তারা কাজ করছেন।
সভায় আরও জানানো হয়, উপজেলার প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত কর্মস্থল এলাকায় থাকতে বলা হয়েছে। প্রতিটি উপজেলায় নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হয়েছে। লক্ষ্মীপুর-ভোলাসহ অভ্যন্তরীণ সব রুটে নৌ যান চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিটিএ।
সভায় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী মোহাম্মদ রেজাই রাফিন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেহের নিগার, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. ইউনুছ মিয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুর রহমানসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।
Leave a Reply