মাহতাব উদ্দিন আরজু : লক্ষ্মীপুরে ব্যাটারি চালিত অটোরিকশায় ওড়না পেঁচিয়ে সামিয়া আক্তার রুপা (১০) নামে এক স্কুল ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ জুন) দুপুরে পৌরসভার ইটেরপোল এলাকায় এই ঘটনাটি ঘটে।
রুপা সদর উপজেলার দালাল বাজার ইউনিয়েনের পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের মোহাম্মদ সোহেলের মেয়ে। সে কামান খোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ।
পুলিশ ও স্থানীয়রা জানান, রুপা নিজ বাড়ি থেকে অটোরিকশা যোগে লক্ষ্মীপুর বাসটার্মিনাল এলাকায় যাচ্ছিল। কিছুদূর যাওয়ার পর অটোরিকশার মোটরের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগে তার। অল্প সময়ের মধ্যে মধ্যেই স্কুলছাত্রীর স্বজনরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সদর মডেল থানার উপ পরিদর্শক (এসআই) বেলায়েত হোসেন জানান, অটোরিকশার মোটরের সঙ্গে ওড়না পেঁচিয়ে স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রিকশা চালক মানিককে আটক করা হয়।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক কর্মকর্তা আরএমও ডা. আনোয়ার হোসেন জানান, স্কুল ছাত্রীকে হাসপাতালে আনার পূর্বের তার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গলায় ফাঁস লেগে তার মৃত্যু হয়েছে।
Leave a Reply