স্টাফ রিপোর্টার : লক্ষ্মীপুরে কৃষি উদ্যোক্তা দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। “ভরসার নতুন জানালা” শ্লোগানে কৃষি সমৃদ্ধিতে ইউসিবি এগ্রো-সিএসআর প্রকল্পের আওতায় দিন ব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
সোমবার সকালে শহরের ঐতিহ্য কনভেনশন সেন্টারে প্রশিক্ষণের উদ্বোধন হয়। এতে জেলার কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ বিভাগের ১৩০ জন উদ্যোক্তা অংশ নেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) এর উপ-ব্যবস্থাপনা পরিচালক এটিএম তাহামিদুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, টেলিভিশন ব্যক্তিত্ব মোঃ রেজাউল করিম ভূঁইয়া, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোঃ জাকির হোসেন, এসএমই ব্যাংকিং প্রধান মোঃ মোহমিনুর রহমান, ইউসিবি ব্যাংক লক্ষ্মীপুর ব্রাঞ্চ ম্যানেজার জিয়া উদ্দিন মাহমুদ প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন, বিসেফ ফাউন্ডেশনের সহ-সভাপতি আতাউর রহমান মিটন সহ ইউসিবি ব্যাংকের প্রধান কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তা, লক্ষ্মীপুর ব্র্যাঞ্জের কর্মকর্তাবৃন্দ।
প্রধান অতিথি বলেন, বর্তমানে কৃষি উদ্যোক্তারা কৃষিকে সমৃদ্ধ করছে। তবে অনেক ক্ষেত্রে সঠিক পরিকল্পনার অভাবে কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভোক্তার চাহিদা অনুযায়ী সঠিক ফসল উৎপাদন করতে পারছে না। সারাদেশে আমরা সাড়ে ১২ হাজার কৃষি উদ্যোক্তাদের এ প্রশিক্ষণ দেবো। এ প্রশিক্ষণের মাধ্যমে কৃষি উদ্যোক্তারা বর্তমান কৃষি ব্যবস্থাপনা সম্পর্কে জানতে পারবে। তাদের সাথে সংযোগ হবে ব্যাংকের সাথে। চাইলে যাতে সহজেই ব্যাংকের সহযোগিতা পায়। এছাড়া বর্তমান বাজার সম্পর্কে কৃষি উদ্যোক্তাদের ধারনা প্রদান করা হবে এ প্রশিক্ষণের মাধ্যমে। এছাড়া স্টেকহোল্ডারের সমস্যা, চাহিদা, নিরাপদ খাদ্য, খাদ্য প্রক্রিয়াজাতকরন, জৈব পদ্ধতির প্রয়োগসহ কৃষি সংশ্লিষ্ট সকল বিষয়ে ধারনা প্রদান করা হবে। সর্বোপরি কৃষি পেশাকে সমৃদ্ধ করা এবং স্মার্ট কৃষি তৈরিতে সহযোগিতা করাই আমাদের লক্ষ্য।
সরকারের সহযোগি হয়ে আমরা কৃষকদের কৃষি প্রণোদনা প্রদান করেছি। আমরা চাই কৃষি সফল হোক। কৃষি উন্নয়ন হলে আমরা সমৃদ্ধ হবো।
Leave a Reply