অপরাজেয় কন্ঠ ডেস্ক : কোয়ান্টাম ফাউন্ডেশন এর উদ্যোগে শিক্ষার্থীদের আলোকিত মানুষ হওয়া ও পরীক্ষায় সাফল্য লাভের বিষয়ে একদিনের কর্মশালা লক্ষীপুর জেলায় সম্পন্ন হয়েছে।
২৮/৮/২০২৩ইং তারিখ রোজ সোমবার লক্ষ্মীপুর কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এই কর্মশালা।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলার সুযোগ্য অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইটিসি) জনাব মেহের নিগার। তিনি মেডিটেশন ও যোগব্যায়ামের অভিজ্ঞতা এবং উপকারিতা নিয়ে চমৎকার দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন।
অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন,সাবেক অধ্যক্ষ জেডএম ফারুকী।জেলা তথ্য কর্মকর্তা জনাব বিশ্বনাথ মজুমদার। সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার জনাব নাহিদ রায়হান। জাতীয় মহিলা সংস্থার জেলা চেয়ারম্যান জনাব ফরিদা ইয়াসমিন লিকা।
উক্ত অনুষ্ঠানে কোয়ান্টাম ফাউন্ডেশনের কেন্দ্রীয় প্রশিক্ষক জনাব আহমেদ শরীফ মূল প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন।
এই কর্মশালায় ছাত্র-ছাত্রীদের পড়াশুনা নিরবিচ্ছিন্ন মনোযোগের চর্চার জন্য চমৎকার কিছু বিষয় উপস্থাপন করা হয়। এছাড়া শারীরিক ফিটনেস ও মানসিক প্রশান্তি অর্জনে যোগ ব্যায়ামের ও ধ্যানের উপর আলোচনা করা হয়।
পরবর্তীতে সহজ কিছু যোগব্যায়াম ও ধ্যান শেখানো হয়।এখানে শিক্ষার্থীদের জীবনে প্রথমবার ধ্যান করে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়।
প্রধান শিক্ষক জনাব খোদেজা খাতুন লক্ষ্মীপুর কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ে এই ধরনের ব্যতিক্রমী ভালো কার্যক্রম পরিচালনা করার জন্য কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।লক্ষীপুর জেলায় শিক্ষার্থীদের নিয়ে এই ধরনের অনুষ্ঠান ভবিষ্যতে আরো হবে বলে সুধীজন আশাবাদ ব্যক্ত করেন।
Leave a Reply