অপরাজেয় কন্ঠ ডেস্ক : লক্ষ্মীপুর জেলা ভূমি অফিসার্স কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।নির্বাচনের কার্যক্রম লক্ষ্মীপুর শহরের রোজগার্ডেন চাইনিজ রেস্টুরেন্টে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতি পদে ইকবাল আহমদ চৌধুরী ও সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ ওমর ফারুক নির্বাচিত হন।বিপুল জনপ্রিয়তা থাকায় মোহাম্মদ ওমর ফারুক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বলে জানা যায়।এছাড়াও মোহাম্মদ ওমর ফারুক কেন্দ্রীয় যুগ্ম তথ্য ও প্রচার বিষয়ক সম্পাদক পদে সুনামের সাথে কাজ করছেন।তিনি লক্ষ্মীপুরের পরিচিত মুখ বীর মুক্তিযোদ্ধা সুজায়েত উল্যাহ কমিশনারের পুত্র।
রোববার (২৭ আগস্ট) বিকেলে রোজ গার্ডেনে নির্বাচন শেষে ২৩ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। জানা যায়, সভাপতিসহ অন্যান্য পদে ৫৬ সদস্যের মধ্যে ব্যালটের মাধ্যমে সবাই অত্যন্ত সুশৃংখলভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন সংগঠনটির দুই মেয়াদের দুইজন সাবেক জেলা সভাপতি আব্দুস শহীদ ও আব্দুর রহিম।
Leave a Reply