সাইদুল ইসলাম পাবেল : লক্ষ্মীপুর জেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন ঢাকাস্থ লক্ষ্মীপুর জেলা সমিতির নেতৃবৃন্দ। শনিবার রাতে লক্ষ্মীপুর প্রেসক্লাব হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রেসক্লাব সভাপতি হোসাইন আহমদ হেলালের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাঈদুল ইসলামের সঞ্চানলায় বক্তব্য রাখেন সমিতির সভাপতি অ্যাডভোকেট শফিক মাহমুদ পিন্টু, সাধারণ সম্পাদক এ এফ জসিম উদ্দিন আহমেদ, সহসভাপতি এন আমিন, সাংবাদিক রেজাউল করিম পারভেজ প্রমুখ। বক্তারা জেলার উন্নয়নকে আরো গতিশীল করতে সাংবাদিকদের পাশে থাকার প্রত্যয় ব্যাক্ত করেন।
এর আগে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ডেঙ্গু সচেতনতায় লিফলেট এবং ঔষধ বিতরণ, অন্ধ হাফেজী মাদ্রাসা সহায়তা ও লক্ষ্মীপুর নন্দন অটিজম এন্ড এন এনডিডি স্কুল শিক্ষা উপকরণ বিতরণ করেন। এসময় সদর হাসপাতালের অবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোছাইন, সমাজকর্মী রাজু আহমদসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
Leave a Reply