আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
বাংলাদেশ শিশু একাডেমি, সিরাজগঞ্জের আয়োজনে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ— ২০২২ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
এ উদযাপন উপলক্ষে সোমবার (৩ অক্টোবর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে
বেলুন উড়িয়ে দিবসের শুভ সূচনা শেষে শিশু সমাবেশ এবং আলোচনা সভা অনুষ্ঠান শহিদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
এতে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মনির হোসেন।
সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক শফিক তালুকদার সহ অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য এবং পাওয়ার প্রেজেন্টেশন উপস্থাপন করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা রুদ্র মোস্তফা।
অনুষ্ঠানে শিশুদের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন রাফসান শফিক স্পর্শ এবং উম্মে হানি।
জানা যায় যে, ৪ অক্টোবর সকাল ১০টায় জাতীয় কন্যা দিবস উপলক্ষে কন্যা শিশুদের রচনা প্রতিযোগিতা, ৬ অক্টোবর সকাল ১০ টায় চিত্রাংকন প্রতিযোগিতা, ১০ অক্টোবর সকাল সাড়ে দশটায় প্রাথমিক শিশুদের ৫০ মিটার দৌড় প্রতিযোগিতা এবং ১১ অক্টোবর সকাল ১১ টায় আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন অনুষ্ঠিত হবে বাংলাদেশ শিশু একাডেমি সিরাজগঞ্জে।
Leave a Reply