অপরাজেয় কন্ঠ ডেস্ক : লক্ষ্মীপুর জেলার আইন-শৃঙ্খলার উন্নতির লক্ষ্যে আইন-শৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা গতকাল ৮ আগস্ট বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসকের হল রুমে বিকেলে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
জেলা প্রশাসক জনাব সুরাইয়া জাহান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল সফিকুল ইসলাম, পুলিশ সুপার মো: তারেক বিন রশিদ, পিপিএম(বার)
এ ছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব, সাহাব উদ্দিন সাবু, যুগ্ন আহবায়ক এড. হাসিবুর রহমান, এডভোকেট নেতা ফেরদৌস আহাম্মেদ মানিক, জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন, জাতীয় পার্টির নেতা ও সুবক্তা মোহাম্মদ রাকিব হোসেন, স্বেচ্ছাসেবক দলের নেতা এডভোকেট মহসিন কবির স্বপন, জেলা জামাত আমীর, মাস্টার রুহুল আমীন, সেক্রেটারী মাওলানা নুর নবী, যুবদল নেতা সৈয়দ রাশিদুল হাসান লিংকন, জামাত নেতা এড. মোহসিন কবির, এ ছাড়াও হেফাজত ইসলামসহ বিভিন্ন দলের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গসহ সরকারি কর্মকর্তারা এই সভায় উপস্থিত ছিলেন।
সকলে নিজেদের বক্তব্যে যার যার জায়গা থেকে লক্ষ্মীপুর জেলার মানুষদের জানমালের নিরাপত্তা দিতে দৃঢ় মতামত ব্যক্ত করেন।
Leave a Reply