রেজাউল করিম পারভেজ : সকল ছাত্র-ছাত্রীদের বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করা ও পরিবেশ সুন্দর রাখার জন্য আজ শুক্রবার বিকাল চারটায় লক্ষ্মীপুর সরকারি কলেজে বৃক্ষরোপন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে এবং পৌর ছাত্রলীগের যুগ্ন আহবায়ক আবদুল্লা আল মামুনের পক্ষ থেকে বৃক্ষরোপণের এই সুন্দর ও সুশৃংখল আয়োজন সকলকে মুগ্ধ করে।
বৃক্ষরোপনে সরাসরি উপস্থিত থেকে এই ভালো কাজে অংশগ্রহণ করেন লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি।
কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সেবাব নেওয়াজ।
এরই সাথে আরও উপস্থিত ছিলেন পৌর ছাত্রলীগ নেতা মুজাহিদ, রিফাত, ওমর, তাহসান সহ আরো অনেকে।
তারা কলেজ আঙিনায় বিভিন্ন ধরনের পরিবেশের জন্য প্রয়োজনীয় ও ফলজ বৃক্ষ রোপন করেন এবং সবাইকে বৃক্ষ রোপনের আহ্বান জানান।
ছাত্রলীগ নেতারা জানান,
গাছপালা ব্যাতীত পৃথিবীতে আমাদের অস্তিত্ব কল্পনা করা যায়না। একটি দেশের পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য মোট ভূমির ২৫ ভাগ বনভূমি থাকা প্রয়োজন।
কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় আমাদের দেশের ১৬ ভাগেরও কম বনভূমি রয়েছে,যা দেশের প্রয়োজনের তুলনায় অপ্রতুল।তাই আমাদের গাছ কাটার চেয়ে গাছ রোপনে খুব বেশি মনোযোগী হতে হবে।
আমরা আমাদের আশেপাশে কোন খালি জায়গা থাকলে সে জায়গাতে গাছ লাগানোর চেষ্টা করতে পারি।
একটি গাছ যদি কোন কারণে কাটতে হয় তাহলে আমাদেরকে আরো দশটি গাছ লাগানোর প্রতি মনোনিবেশ করতে হবে।
ছাত্রলীগ নেতারা বলেন, গাছ লাগানো থেকে শুরু করে সকল ভালো কাজে বর্তমানের মতো আগামী দিনেও ছাত্রলীগ কাজ করে যাবে।
সকল ভালো কাজের সাথে লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগ আন্তরিকভাবে থাকবে বলে নেতারা দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন।
Leave a Reply