অপরাজেয় কণ্ঠ ডেস্ক :বাংলাদেশ মানবাধিকার কমিশন লক্ষীপুর জেলার উদ্যোগে ইফতার মাহফিল এবং সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ এপ্রিল) লক্ষ্মীপুর হাসপাতাল রোডে অবস্থিত রুফটপ চাইনিজ রেস্টুরেন্টে উৎসাহ উদ্দীপণার মধ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তরুণ ব্যবসায়ী ও মানবাধিকার কর্মী রাশেদুল ইসলামের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবং সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ করেন,বাংলাদেশ মানবাধিকার কমিশন লক্ষীপুর জেলার সভাপতি ও বৃহত্তর নোয়াখালীর কো-অর্ডিনেটর জনাব শামছুল করিম খোকন।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের লক্ষীপুর শাখার সহ-সভাপতি জনাব মোশারফ হোসেন চৌধুরী। সাধারণ সম্পাদক জনাব মোনায়েম হোসেন।কবি, সাংগঠনিক ব্যক্তিত্ব ও বিশিষ্ট ব্যবসায়ী, জনাব রাজু হাসান। সদর উপজেলার সভাপতি ও প্রাক্তন টিএসআই, জনাব কামরুজ্জামান চৌধুরী।
অনুষ্ঠানে বক্তারা অবহেলিত, নির্যাতিত, নিপীড়িত মানুষের জন্য বিভিন্নভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং এই ব্যাপারে সবাইকে উদ্বুদ্ধ করার আহ্বান জানান।
তাছাড়াও বাল্যবিবাহ, নারী নির্যাতন, মাদক, শিশুশ্রম, দুর্নীতি এবং বিভিন্ন অপরাধের বিষয়ে সোচ্চার থেকে সমাজকে সুশৃংখল রাখতে নিজেরা প্রতিশ্রুতিবদ্ধ থেকে সবাইকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলার ইচ্ছা প্রকাশ করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,সাংবাদিক রেজাউল করিম পারভেজ।
নুর মোহাম্মদ নুরু, রানা, জুয়েল, জয়নাল আবেদীন সহ বিভিন্ন ইউনিটের সদস্য ও মানবতাবাদী কর্মীবৃন্দ।
Leave a Reply