অপরাজেয় কন্ঠ ডেস্ক : সামাদিয়ান ব্যাচ ৯৫ এর উদ্যোগে মরহুম মোহাম্মদ উল্যা এমপি’র স্মরণে আলোচনা ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। লক্ষ্মীপুর শহরের সোনার বাংলা রেস্টুরেন্ট এর হলরুমে ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় সামাদিয়ান ব্যাচ ৯৫ এর প্রভাবশালী সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। মোহাম্মদ উল্যা এমপি সামাদিয়ান ব্যাচ ৯৫ অন্যতম সদস্য মুহাম্মদ রাকিব হোসেন পিতা।
আবুল কাশেমের সঞ্চালনায় এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মুহাম্মদ রাকিব হোসেন, এ্যাডভোকেট জিয়াউর রহমান রুবেল,মু. মাহবুবুর রহমান রুস্তম, সাংবাদিক রেজাউল করিম পারভেজ, মাহফুজুর রহমান সোহেল,মাহফুজুর রহমান সজল। সোলাইমান মাহমুদ, নিমাই চন্দ্র সহ সামাদিয়ান ব্যাচ ৯৫ এর আরো অনেকেই।আলোচনা ও বক্তব্যে প্রয়াত মোহাম্মদ উল্যা এমপির বর্ণাঢ্য কর্মময় জীবনের বিভিন্ন সত্যিকারের ঈর্ষণীয় ভালো বিষয়গুলো উঠে আসে।
বক্তারা বলেন সড়ক দুর্ঘটনায় আঘাতে মৃত মানুষকে শহীদ হিসেবে ইসলামে মানা হয়। তারা সেই হিসেবে সড়ক দুর্ঘটনায় নিহত মোহাম্মদ উল্যা এমপি কে শহীদ হিসেবে অভিহিত করেন।
তার পাশাপাশি দুঃখ প্রকাশ করেন এবং বলেন মোহাম্মদ উল্যা এমপি এর মৃত্যুতে লক্ষ্মীপুরের মানুষের অপূরণীয় ক্ষতি হয়েছে যা পূরণ করা নয়।
সামাদিয়ান ব্যাচ ৯৫ এর সদস্যরা বিভিন্নভাবে মুহাম্মদ রাকিব হোসেনকে তার পিতা মরহুম মোহম্মদ উল্যা এমপির মত লক্ষ্মীপুর জেলার সাধারণ মানুষের সেবা করার জন্য উৎসাহ প্রদান ও অনুরোধ করেন।
Leave a Reply